মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা সরকারিকরণের ঘোষণা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন শিক্ষকরা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তাবয়ন এবং বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজের সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মুহাম্মদ আজিজুল ইসলামসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের দাবি সম্পর্কে অবহিত আছেন। শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দিতে শেখ হাসিনার সাথে থেকে কাজ করার উপদেশ দেন তিনি।
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, সব কিছু খোলা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? শিক্ষকদের এটি দাবি করা উচিত ছিল এবং শিক্ষকদের সরার আগে করোনার টিকা দেওয়া উচিত ছিল। শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সত্য কথা বলার সাহস দেখাতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ছিল বেসরকারি শিক্ষাব্যবস্থা সরকারিকরণ করা। দেশের সব বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি সরকারিকরণ। শিক্ষাক্ষেত্রে পাহাড়সম বৈষম্য নিরসনে শিক্ষা সরকারিকরণ এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে। বেসরকারি শিক্ষকদের প্রত্যাশা, জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন শোষণ-বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা সরকারিকরণের ঘোষণা দেবেন।
সূত্র : দৈনিক শিক্ষা