অসম প্রেম, লাশের সঙ্গে ডোমের অন্তরঙ্গ দৃশ্য, হিন্দু-মুসলিম প্রেম যে ছবির উপজীব্য সেই ছবি সেন্সর বোর্ডে আটকে যেতে পারে- এমন আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। কিন্তু তাতে দমে যাননি নির্মাতা। তিনি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তি পেল লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা অভিনীত সর্বশেষ সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ৭ বছর আগে শুটিং হয়েছিল। ১ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দুই দফা জমা দেওয়া হয়। তবে ‘প্রদর্শন অযোগ্য’ বলে মন্তব্য করেন বোর্ড সদস্যরা।
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মূখ্য চরিত্রে রয়েছেন শিমলা-মামুন। এছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ