শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাথুয়ারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন আর নেই। তিনি রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বাথুয়ারকান্দা সেনাকল্যাণ স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ এলাকার সর্বস্তরের জনগণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যার প্রতিবাদকারী প্রতিরোধযোদ্ধাও ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি সাবেক কৃষিমন্ত্রী বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।