মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুর পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং উপহার সামগ্রী প্রদান করা করেছে শেরপুর পৌরসভা। বুধবার (২৭ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শেরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এতে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব তোফায়েল আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শহীদ পরিবারের পক্ষে শিব শংকর কারুয়া শিবু, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ, মোখলেছুর রহমান আকন্দ ও পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।