ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের চার দিন পর আব্দুল রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল রশিদ পৌরসভার নন্দিবাড়ী ঈশ্বরগ্রাম এলাকার মৃত হায়দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর চোখের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আবদুল রশিদ। এর পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তালাবদ্ধ পরিত্যক্ত ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশের গন্ধ পান এক নারী। ঘরের ভেতরে লাশ থাকতে পারে সন্দেহে পুলিশকে খবর দেন এলাকাবাসী। রাতে পুলিশ এসে ঘরের তালা ভেঙে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা আবদুল রশিদকে হত্যাু করে মাটিচাপা দিয়েছে।
মুক্তাগাছা থানার ওসি মাহামুদুল হাসান জানান, নিখোঁজ হওয়ার চার দিন পর তালাবদ্ধ ঘরের মাটির নিচ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। হত্যািকাণ্ডে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত শেষে জানানো হবে।