জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেরপুরের আধুনিক শপিং মল মিমোজা শপিংমল “কারা হবেন বিজয়ী? ’’ ক্যাম্পেইনের ড্র অনুষ্ঠিত হয়েছে। গেল ৩ মে শুক্রবার রাতে শহরের বিশিষ্টজন ও ক্রেতাদের উপস্থিতিতে এ ড্র পরিচালনা করা হয়। এতে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ব্যবসায়ীদের সংগঠন শেরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, আওয়ামীলীগ নেতা জয়েনদ্দিন মাহমুদ জয়, সাবেক ওয়ার্ড কমিশনার রানা উপস্থিত ছিলেন।
২০টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতে নেন নকলা উপজেলার রাজেশ হোসাইন শিথিল , দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ জিতে নেন শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার পলাশ আহামেদ , তৃতীয় পুরষ্কার একটি টিভি জিতে নেন শেরপুর পৌরসভার চকবাজার এলাকার সাদমানুর রহমান কাব্য। এছাড়াও বিভিন্ন আইটেমের আরো ১৭টি আকর্ষনীয় পুরস্কার পান অনান্য ভাগ্যবান গ্রাহকরা।
এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী ,ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কুপনধারী ক্রেতারা উপস্থিত ছিলেন।