প্রকৃতিতে এখন বিরাজ করছে শীতের আবহ। পোশাকের দোকানগুলোতেও লেগেছে এর ছোঁয়া। শেরপুরে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই এগিয়ে থাকে ‘মিমোজা ফ্যাশন হাউস’। এই শীতেও এর ব্যতিক্রম হয়নি। শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটের পৌরশপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত মিমোজা ফ্যাশন হাউস সেজেছে উইন্টার কালেকশনে।
শীতের বিশেষ আয়োজনে রয়েছে ফুল হাতা টি-শার্ট, ফুল হাতা পলো টি-শার্ট ও শার্ট, হুডি, জ্যাকেট, সোয়েটার, কোট, ব্লেজার , জিন্স, গ্যাবার্ডিনসহ নানা ট্রেন্ডি পোশাক। পোশাকগুলো একদিকে যেমন ট্রেন্ডি, অন্যদিকে দামও সাধ্যের মধ্যে।
এছাড়াও মেয়েদের জন্য শীতের কালেকশনে রয়েছে আকর্ষণীয় রঙ ও ডিজাইনের সোয়েটার, জ্যাকেট, সোয়েট শার্ট, হুডি ও টিউনিক। লাল, কমলা, সবুজ রং এর সুতির ফেব্রিকে তৈরী মেয়েদের জ্যাকেটগুলো দেখতে যেমন নজরকাড়া, তেমনি আভিজাত্যপূর্ণও ।