ঈদ উপলক্ষে শেরপুরের অত্যাধুনিক লাইফস্টাইল সুপার শপ মিমোজা এন্টারপ্রাইজ তাদের অগণিত ক্রেতার সম্মানে এবারের কেনাকাটায় র্যাফেল ড্র-তে মটরসাইকেল,ফ্রীজ ও টিভিসহ ২০টি উপহার জেতার সুবর্ণ সুযোগ দিচ্ছে। এতে করে একদিকে মিমোজা শপিংমলে আনকমন কালেকশনে কেনাকাটায় যেমন ক্রেতারা স্বাছন্দবোধ করছেন অন্যদিকে র্যাফেল ড্র-তে অংশ নিয়ে লাখ টাকার উপহার জেতার সুযোগ পাচ্ছেন।
দৃষ্টিনন্দন শৈল্পিক সাজ, বৈচিত্র্যময় উপস্থাপনা আর আধুনিক সেবা নিয়ে শেরপুরে চালু হওয়া অত্যাধুনিক শপ মিমোজা ইতোমধ্যে ক্রেতা সন্তুষ্টিতে স্থানীয় রুচিশীল ক্রেতাদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত দম্পতি শরিফুল ইসলাম ও সাবিহা খাতুন বলেন, পরিকল্পনা করেই ঈদের কেনাকাটা করতে হয়। মিমোজা ফ্যাশনে পছন্দের প্রায় কিছু জিনিসের দাম নাগালের মধ্যে পাওয়া যায়। এজন্যই এখানে আসা। তাই একদিকে যেমন এখানে দরদামের ঝামেলা নাই অন্যদিকে পোশাক গুলোও আনকমন । তাই ঈদের কেনাকাটার কিছু অংশ এখান থেকেই সারলাম। তাছাড়াও ভাগ্য ভাল থাকলে র্যাফেল ড্র-তে উপহারও জিতে যেতে পারি।
মিমোজা শপিং মলের ব্যবস্থাপক তৌহিদুর রহমান সুমিত বলেন, আমাদের বিক্রি ভালো হচ্ছে। কখনো বিক্রি বেড়েছে, কখনো কিছুটা কমেছে। তবে, গেল ৪দিন থেকে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আশা করছি আমাদের ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে পারবো।