দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। কিন্তু গত শুক্রবার (১২ নভেম্বর) রাতে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, প্রিয় সহকর্মী এবং পরিচালকবৃন্দ, আগামী দুই মাস সব ধরনের নাটকের শুটিং থেকে বিরত থাকব।
কারণ হিসেবে অভিনেত্রী বলেছেন- এখন থেকে বেছে বেছে ভালো গল্প-চিত্রনাট্যে কাজ করতে চান। আগামী ভ্যালেন্টাইন ঘিরেও তার পরিকল্পনা এমনই। তাই চাচ্ছেন, এই বিরতির সময়ে নিজেকে নতুন ধাঁচের কাজের জন্য প্রস্তুত করতে।
এদিকে বুধবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের তীরে ঢেউয়ের সঙ্গে জলকেলি করছেন তিনি। তার চোখে-মুখে উচ্ছ্বাস।
ছবিগুলোর ক্যাপশনে তিনি একটি ইতিবাচক বার্তা দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, জীবন তোমাকে খুব আঘাত করেছে কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে।
ক্যাপশনের তাৎপর্য খুঁজতে গেলে বেরিয়ে আসে একটি প্রশ্ন। মেহজাবীন কি জীবনে আঘাত পেয়েছেন? যে আঘাত ভুলে নিজেকে শান্ত-স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। উত্তরটা রয়ে যায় ধোঁয়াশায়। এমনও হতে পারে, ভক্তদের উপদেশ দেওয়ার জন্যই কথাটি বলেছেন তিনি।