মা হারালেন শেরপুর প্রেসক্লাব সভাপতি ইটিভি প্রতিনিধি শরিফুর রহমান। তার মা রেজিয়া বেগম (৯০) ছিলেন শেরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ১৮ এপ্রিল শনিবার সকাল সোয়া ১১টার দিকে শহরের মাধ্যবপুর এলাকার নিজবাড়ীতে তিঁনি ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি…রাজেউন)।
তিঁনি দীর্ঘদিন যাবত বার্ধ্যক্যজনিত রোগে শয্যাসায়ী ছিলেন। তিঁনি শেরপুরের সর্বজনপ্রিয় ‘পন্ডিত স্যার’ খ্যাত শিক্ষক এবং ইতিহাসবিদ প্রয়াত পন্ডিত ফসিহুর রহমানের সহধর্মিনী ছিলেন। তিঁনি ৫ ছেলে তিন মেয়ে রেখে গেছেন।
বিকাল সাড়ে ৫ ঘটিকায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার সভাপতি আসাদুজ্জামান রৌশন, ডিএফএ সভাপতি মানিক দত্ত, শেরপুর টাইমস পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোখ প্রকাশ করেছেন।