মা হতে যাচ্ছেন অভিনেত্রী ঈশানা খান। বুধবার দুপুরে নিজের ফেসবুকে বেবিবাম্পের ছবি শেয়ার করে এমন খবর জানান তিনি। পার করছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈশানার পরিবারে আসবে নতুন অতিথি।
স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এই মডেল-অভিনেত্রী। সেখান থেকেই ভক্তদের সুখবর দিলেন।
২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এ অংশ নেন ঈশানা। সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। ২০১৯ সালে বিয়ে করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তার স্বামী সারিফ চৌধুরী, পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।