করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তায় ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পথশিশু ও শ্রমজীবী পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’ এর উদ্যোগে যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও ইউএনও রুবেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ প্রমুখ।
পরে শহরের রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করেন ঝিনাইগাতী বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিজ খান, ‘ভয়েস অফ ঝিনাইগাতী’ এর প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির, হিডেন হিরো ও সাংবাদিক মোশাররফ হোসাইন প্রমুখ।