শৈশবেই বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আফিয়া জাহান পম্পি (২০)। বর্তমানে দেশটির ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষে পড়াশোনা করছেন তিনি।
তবে এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণী মার্কিন সেনাবাহিনীতে অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। মেয়ের এ অর্জনে আপ্লুত মা নুরুচ্ছাবাহ সবার কাছে দোয়া চেয়েছেন।
মেয়ে মার্কিন সেনাবাহিনীতে চাকরি পাওয়ায় উচ্ছ্বসিত আফিয়ার বাবা মেজবাহ উদ্দিনও। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের অনেক দিয়েছে। এ দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে আমার মেয়ে নতুন এক স্বপ্ন-যাত্রা শুরু করেছে।’
নিজের এ কৃতিত্বে মা-বাবার মতোই খুশি আফিয়া জাহানও। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের দেশ। এ দেশকে আমি আমার কাজ দিয়ে কিছু দিতে চাই। এ প্রত্যয় আমার শৈশব থেকেই।’
আফিয়ার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জামালপুর গ্রামে। দেশে থাকতে আফিয়ার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন। এরপর প্রায় দুই দশক আগে সপরিবারে নিউইয়র্কের ব্রুকলিনে চলে যান তিনি।
তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে মেজবাহ উদ্দিনের সংসার। অন্য দুই মেয়ে সাদিয়া ও পৃথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।