মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)’র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের প্রভাষক আওরঙ্গজেব আকন্দ সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের অনুমোদনক্রমে রেজিস্টার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম সাক্ষরিত পত্রে ওই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সে প্রেক্ষিতে ৩১ মার্চ থেকে ১ বছরের জন্য তিনি স্বপদে যোগদান করেছেন। আওরঙ্গজেব ওই বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের ৩য় ব্যাচের ছাত্র ছিলেন।
সহকারী প্রক্টর হিসেবে নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় আওরঙ্গজেব উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ও প্রক্টর মোঃ সিরাজুল ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র- এটিই আমার প্রথম পরিচয়। এরপর বর্তমানে শিক্ষকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হওয়ায় আমার বিশেষ দায়িত্ব হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা তথা তাদের যে কোন অসুবিধায় পাশে দাঁড়ানো। শিক্ষার্থীদের একাডেমিক ও মানবিক উন্নয়ন ব্যাহত করতে পারে এমন কোন পরিবেশ বিশ্ববিদ্যালয়ে তৈরি হতে না পারে- সে ব্যাপারে সকল সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি। সবশেষে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গলই আমার প্রধান বিবেচ্য বিষয়। কারণ, বিশ্ববিদ্যালয়ের সবকিছু শিক্ষার্থীদের জন্য, সকল আয়োজন তাদের মঙ্গলের জন্যই।
উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা মহল্লার আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দ ও মোছাঃ আলেয়া বেগমের জ্যেষ্ঠ সন্তান ও একমাত্র পুত্র আওরঙ্গজেব আকন্দ সুমন। পিতা গোলাম মোস্তফা আকন্দ বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত এবং তিনি মূখ্য আঞ্চলিক কার্যালয়ের অধিভূক্ত বিকেবি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন। এলাকায় সুমন নামে পরিচিত আওরঙ্গজেব আকন্দ শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে ২০০২ সালে এসএসসি, শেরপুর সরকারি কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি, পরবর্তীতে মাভাবিপ্রবির ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর এবং ২০১৬ সালে ইউনিভার্সিটি অব কেসেল ও বার্লিন স্কুল অব ইকোনোমিকস এন্ড ল’ থেকে লেবার এন্ড গ্লোবালাইজেশন বিষয়ে ২য় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০১৬ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে (সিপিএস) প্রভাষক হিসেবে যোগদান করেন।
এদিকে মাভাবিপ্রবি’র সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়ায় আওরঙ্গজেব আকন্দকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। সেইসাথে তারা শেরপুরের ছেলে আওঙ্গজেবকে ওই নিয়োগ দেওয়ায় মাভাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।