মানুষ কেন নিষ্ঠুর ?
:অর্পন চৌহান:
বলিতে লাগে লজ্জা
গাহিতে নাহি পার গান
মানুষ হয়ে অপরকে
কেন কর অপমান ।
করিল না জাত ভেদ
করিল না পাত্র ভেদ –
ফকির লালন শাহ্
তোরা সকলই তার কথা অনুসরণ করে যা ।
যার পেটে ক্ষুধা সাধে না
কভু তাকে
যার পেট ভরা তাকেই সকলে ডাকে ।
যার আছে ধন সম্পদ
আছে যার বড় অট্টালিকা
তার পেছনে সকল মানুষ থাকে সর্বদা
শ্রেষ্ঠ জাতির নাম পেয়েছ ,
পেয়েছ অনেক খ্যাতি
এই সব কারণে আসবে একদিন
তোদেরই দু র্গতী ।
পেয়েছ অনেক সুনাম
তাহলে কেন পশুর মতো ব্যবহার
হাইরে মানুষ তোদের
কি নিয়ে এতো অহংকার ।