জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, মানুষের নিরাপত্তা প্রদানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা বিধান নিশ্চিতকরণ ও নাগরিক জীবন স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। তিনি ১১ জুন রবিবার দুপুরে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য দানকালে ওই গুরুত্বারোপ করেন। একই সময় তিনি যৌতুকলোভী স্বামী পুলিশের এসআইয়ের হাতে মেধাবী কলেজছাত্রী লোপার নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার উপরও গুরুত্বারোপ করেন। ওইসময় তিনি রমজান মাসে বিশেষ করে ইফতার, সেহরি ও তারাবির সময় লোডশেডিং না রেখে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, ভেজালসহ বাজারদর নিয়ন্ত্রণ, মাদক ও যানজট নিরসন, নাশকতার আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্কাবস্থায় থাকার আহবান জানান। তবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক ড, মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভায় পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।