মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, ১৪ জানুয়ারী রবিবার শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সমাজ উন্নয়ন পরিকল্পনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিন, হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্নাব এ বি এম সামিউল হক, বালুরঘাট মডেল স্কুলের অধ্যক্ষ রেজাউল করিম সাদা, ব্যবসায়ী হারুন অর রশিদ, মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা সংস্থার অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন রাসেল, সমাজ সেবক আব্দুল হামিদ, সমাজ সেবক ছিদ্দিক উল্লা খান, সাংবাদিক শামসুল হোক, সাংবাদিক রাকিবুল ইসলাম পাপুল, সাংবাদিক সাঈদ আহমেদ সাবাব প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত শীতবস্ত্র বিতরণে মানব সমাজ উন্নয়ন পরিকল্পনা সংস্থার চেয়ারম্যান বলেন, আমরা প্রতিবছর অসহায় মানুষের মাঝে বিভিন্ন জায়গায় শীতের সময় শীতবস্ত্র বিতরণ করে থাকি। যাতে গরীব অসহায় পরিবারের লোকজন শীতের সময় কষ্ট না হয়। তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেনো প্রতি বছরই শীতবস্ত্র বিতরণ করতে পারি।
আলোচনা শেষে অসহায় শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।