পিছিয়ে থাকা, অনগ্রসর শেরপুর জেলার দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ)।
রবিবার (৩ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে টিএমএসএস-এর শেরপুর সদর শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তাদিরুল আহমেদ। এসময় তিনি বলেন, সরকার সকল শ্রেনীর মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং জীবনমানের উন্নয়ন ঘটাতে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে সরকারের ঘোষিত রূপকল্প অনুসারে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে আমাদের প্রত্যেকেই একেকজন উদ্যোক্তা হতে হবে। টিএমএসএস সরকারের সহযোগী হিসেবে দেশের ৬৪ জেলায় তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শেরপুর জেলায় তাদের শাখা খেলায় তাদেরকে অভিনন্দন জানাই। আমরা আশাকরি তারা নিয়মনীতির মধ্যে থেকে কাজ করবেন, এতে সরকারের পক্ষ থেকে তাদেরকে সকল ধরনের সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, টিএমএসএস ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর সোহরাব আলী খান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমা, অগ্রনী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নুরে আলম সিদ্দিক প্রমুখ। আবৃত্তিকার শ্যামলী মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস পরিচালক রেজাউল করিম। এ অনুষ্ঠানে ২৬ জন নারী উদ্যোক্তার মাঝে ১০ লাখ ৫৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
টিএমএসএস ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর সোহরাব আলী খান জানান, টিএমএসএস বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান। রূপান্তরিত নারী অশোকা ফেলো অধ্যাপক ড. হোসনে আরা বেগম টিএমএসএস প্রতিষ্ঠা করেন। বগুড়া জেলার ঠেঙ্গামারা এলাকায় দরিদ্র ভিক্ষুকদের মুষ্টির চালের সঞ্চয় ২৬০ মণ চাল পূজি নিয়ে নিয়ে যাত্রা শুরু করে টিএমএসএস। বর্তমানে দার্দ্রি বিমোচন, নারীর ক্ষমতায়ন, মানবসম্পদ উন্নয়ন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় টিএমএসএস একটি প্রতিষ্ঠিত নাম। টিএমএসএস ক্ষুদ্রঋণ ছাড়াও বাংলাদেশের গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও সুলভ করা, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ রক্ষা কার্যক্রম, আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে। বিভিন্ন সেক্টরে ৪১টি বিজনেস এন্টরপ্রাইজ প্রতিষ্ঠা সহ দেশের ৬৪ জেলায় ৮৬৯টি শাখার মাধ্যমে কাজ করছে টিএমএসএস। বর্তমানে টিএমএসএস-এর ৮৮ ধরনের সেবা ও উদ্যেগের অন্তর্ভুক্ত রয়েছে ৭০ লক্ষ ৭১ হাজার ৭৮৫ জন উপকারভোগী।