শেরপুরের মাদক ব্যবসায়ী মজনু মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মজনু শহরের খরমপুর মহল্লার মৃত নায়েব আলীর ছেলে।
শেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ রানা জানান, দীর্ঘদিন থেকে ওই ওয়ার্ডের খরমপুর মহল্লার তার নিজ বাড়িতে গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। এতে মহল্লা তথা শহরের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল ওই মাদক ব্যবসায়ী। শুক্রবার (১১ আগষ্ট) এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তাকে তার বাসা থেকে আটক করে শহর ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম মাদক ব্যবসায়ী মজনু মিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
শেরপুর টাইমস/ বা.স