মাদক, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শেরপুরের শ্রীবরদীতে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী লোকাল বয়েজের ছাত্রকল্যাণ শাখার আয়োজনে শহরের সিএনজি স্ট্যান্ডের সামনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন শ্রীবরদী লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা-পরিচালক এজেড রুমানের সঞ্চালনায় একটি সুস্থ্য সুন্দর সমাজ গড়ার লক্ষে তরুণ প্রজন্মের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা আবু সালেহ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন, আবু জাফর, শ্রীবরদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আনিসুর রহমান, শ্রীবরদী সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) রিফাত আহমেদ, আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুলের শিক্ষক ইশরাত জাহান, শ্রীবরদী থানার এসআই সাইদুজ্জামান।
ছাত্রকল্যাণ শাখার সমন্বয়কারী শিমুল আকন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ডের কমিশনার হাবিবুল্লাহ হাবি, জুয়ের একাডেমিক স্কুলের অধ্যক্ষ জুয়ের আকন্দ, লোকাল বয়েজের সদস্য আজিজুর হাসান, মেরিট কোচিং সেন্টারের পরিচালক মেহেদী হাসান রাজন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ।
বক্তরা বলেন, আগামীতে যারা দেশের নেতৃত্ব দেবে, সেই তরুণরা এখন মাদকের সাথে জড়িত। এখন তারা ইয়াবা সেবন করে বিপদগামী হচ্ছে। সেই সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজের কোমলমতি শিক্ষার্থী, যুবস¤প্রদায়সহ নানা শ্রেণিপেশার মানুষ। বর্তমানে মাদকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে কোমলমতী ছাত্ররা খুব সহজেই মাদকের সাথে জড়িয়ে পড়ছে। তাই সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহব্বান জানান বক্তারা।