শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘রক্তদিন জীবন বাঁচান-রজীবা’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বোদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী ভোর থেকে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রিয় অতিথি ছিলেন, মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া ও জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ। এসময় প্রভাত ফেরীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা আগতদের রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন।
রজীবা’র সভাপতি সমাজকর্মী সোহেল রানা জানান, রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা আর রক্তের বিনিময়েই আমাদের বাংলাদেশ। আর এই রক্তই একে অপরের জীবন বাঁচানোর প্রধান উপকরণ। তাই আমরা চাই, রক্তদানে সবাইকে উদ্বোদ্ধ করতে। রক্তের অভাবে যাতে একটি প্রাণও ঝরে না যায়, আমরা সেই দিনের স্বপ্ন দেখি।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন রজীবা দীর্ঘ সময় ধরে শেরপুর জেলায় অসুস্থ রোগীদের প্রয়োজনে রক্ত সরবরাহ করে আসছে। বিভিন্ন সময় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বোদ্ধকরণ সভা করে থাকে।