শেরপুরের শ্রীবরদীর মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ৪ পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে ছয় শত পনেরো জন ভোটারের মধ্যে পাঁচ শত পাচ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারন অভিভাবক সদস্য পদে পাঁচ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে দুই জন প্রতিদ্বন্দিতা করেন।
এতে মো. ফরহাদ আলম বাই সাইকেল প্রতীকে ৩ শত ৮৮ ভোট পেয়ে প্রথম, মো. মিজানুর রহমান চাকা প্রতীকে ৩ শত ২৭ ভোট পেয়ে দ্বিতীয়, মো. কামরুজ্জামান ছাতা প্রতীকে ৩ শত ১৮ ভোট পেয়ে তৃতীয় ও মো. নুরুজ্জামান ২ শত ৮৮ ভোট পেয়ে চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে মোছা: রোজিনা ৩ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন প্রধান প্রিজাইডিং অফিসার ও বানিবাইদ এএএম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সহকারি প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেছেন। নির্বাচনে সার্বিক দায়ীত্বে ছিলেন মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান।