শেরপুর থেকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দলীয় মনোনয়পত্র কিনেছেন ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাদ এর ভাগিনী এসএন আজিজুন নাহার সুরভি। তিনি গত ১৯ জানুয়ারী কেন্দ্রীয় আওয়ামীলীগের অফিস থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সুরভি ২০০২ সালে ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ও এমএ পাশ করেছেন। এক সন্তানের জননী সুরভির স্বামী আবু সায়েম আকন্দ পেশায় একজন ব্যবসায়ী। সুরভি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত না থাকলেও স্বাধিনতার স্ব-পক্ষের শক্তি এবং তৎকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে এতপ্রতোভাবে জড়িত ছিলেন তার পরিবার। সেকারণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে তার বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাদের বোনের মেয়ে এসএন আজিজুন নাহার সুরভি সংরক্ষিত মহিলা আসন ৩২১ এর মহিলা সাংসদ প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে দলীয় মনোনয়পত্র কিনেছেন।
সুরভির বাবা ও আব্দুর রব সেরনিয়াবাদের বোনের জামাই আব্দুর ওয়াদুদ মৃত্যুর আগ পর্যন্ত শেরপুর শহরের শিববাড়ি মহল্লায় নিজ বাড়িতে বসবাস করতেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।