মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, রোববার (৩ অক্টোবর) সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন পুলিশ অফিসারসহ ওই কার্টুনিস্ট নিহত হন। ট্রাকচালক আহত হয়েছেন।
সুইডিশ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্ঘটনার সঙ্গে কেউ ইচ্ছাকৃত জড়িত নয়।
দুর্ঘটনায় নিহত কারো পরিচয় প্রকাশ করেনি সুইডিশ পুলিশ। তবে ৭৫ বছর বয়সী কার্টুনিস্ট লার্স ভিকসের কাছের একজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জুন এক প্রদর্শনীতে লার্স ভিকস মহানবী (স.)-এর আঁকা ব্যঙ্গচিত্র জমা দেন। তবে আয়োজকরা তার আঁকা সেই চিত্র প্রদর্শনীর আগেই সরিয়ে ফেলে। পরে এক বছর পর লার্স ভিকসের আঁকা মহানবী (স.)-এর সেই ব্যাঙ্গচিত্র ডেনমার্কের একটি খবরের কাগজে প্রকাশিত হয়।
মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মাহ। ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট এ ঘটনায় ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে ২২ টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাত করেন তিনি।
মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্রআঁকা কার্টুনিস্ট ভিকস অনেকগুলো প্রাণনাশের হুমকি পান। এমনকি তার মাথার জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে আল কায়েদা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতো ৭৫ বছর বয়সী লার্স ভিকস।