শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীকে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের মহাবঙ্গ সাহিত্য পরিষদ ট্রাষ্ট কর্তৃক মহাত্মা গান্ধী স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
মহাবঙ্গ সাহিত্য পরিষদ ট্রাষ্ট-২০১৮ সনের ব্যক্তিগত ও সামাজিক কর্মকান্ড বিবেচনা করে ভারতের কলকাতা প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সাজু সাঈদ সিদ্দিকীকে স্মারকপত্র ও স্বর্ণপদক প্রদান করে। পদক প্রাপ্ত চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী ভারতের মহাবঙ্গ সাহিত্য পরিষদ ট্রাষ্ট এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।