শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে স্থাপিত অন্যতম বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্কে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের শেরপুর-নন্নী-ধুপাকুড়া এলাকায় ব্রীজ ভেঙ্গে পড়ায় পার্কে আসা পর্যটক, এলাকার মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের যাওয়ার অন্যতম এলজিইডির প্রধান সড়কের ধুপাকুড়া এলাকায় প্রায় দুইমাস ধরে ব্রীজের মাঝখানের অংশের ঢালাই উঠে গিয়ে রড বের হয়ে পড়ায় ছোটবড় যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মোটরসাইকেলসহ অটোরিক্সা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান। ফলে এলাকাবাসীসহ মধুটিলা ইকোপার্কে দেশের দুর-দুরান্ত থেকে বনভোজন ও শিক্ষা সফরে আসা পর্যটকদের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে ব্রীজ ভাঙ্গার কারনে ইকোপার্কে প্রবেশের মাত্র ১ কিলোমিটার রাস্তার স্থলে বিকল্প পথে প্রায় ১০/১৫ কিলোমিটার রাস্তা ঘুরে ইকোপার্কে যেতে হচ্ছে।
ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কে ভ্রমনে আসা বাসচালক রাজু মিয়া বলেন, ব্রীজ ভাঙ্গার কারনে অতিরিক্ত রাস্তা ঘুরতে সময় ও ব্যয় দুটিই বেশি লাগে। তাই ব্রীজটি দ্রুত মেরামত করা দরকার।
ধোপাকুড়া গ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত জিহাদ বলেন, বেশ কিছুদিন ধরে ইকোপার্ক রাস্তার এই মিনি ব্রীজ ভেঙে চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে যানবাহন নিয়ে পর্যটকরা ইকোপার্কে যেতে পারছেন না। তাই বর্তমান ভ্রমন মৌসুমে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্থ ব্রীজটি মেরামত করা প্রয়োজন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই ব্রীজ ভাঙ্গার বিষয়টি অবগতির মাধ্যমে প্রয়োজনীয় চাহিদা পত্র পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই সমাধান করা যাবে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, জনগনের দুর্ভোগ লাঘবে ও যানবাহন চলাচলের জন্য ভাঙ্গা ব্রীজটি মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।