শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ঘুরতে গিয়ে ২২৩ ধাপ সিঁড়ি বেয়ে উচু টিলা উঠার সময় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দুলু পাগলা নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যাক্তির বাড়ী নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত জোরান আলীর ছোট ছেলে মো. দুলু মিয়া (৪৮) গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীণতায় ভূগছিলেন। এরপর থেকেই সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। ঘটনার দিন দুপুরে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি বেয়ে সব চেয়ে উচু পাহাড়ে উঠার সময় তার মৃত্যু হয়। দুলু মিয়ার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সে শারীরিক ভাবেও দূর্বল ছিলো।
বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম জানান, দুলু মিয়া নামে ওই ব্যাক্তি পার্কের ধাপসিঁড়ি বেয়ে উঠার সময় উচু থেকে হঠাৎ পরে গিয়ে স্বাভাবিক মৃত্যু ঘটে। সে মাঝে মধ্যেই পার্কে ঘুরতে আসতো। তাছাড়া সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, মৃত লোকটি অসুস্থ্য ছিলো। মঙ্গলবার দুপুরে মধুটিলা ইকোপার্কের উচু টিলায় উঠার সময় তার স্বাভাবিক অবস্থায় মৃত্যু হয়। কোন প্রকার অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও ওসি উলেখ করেন।