শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র মধুটিলা ইকোপার্কে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান ফোরামের উদ্যোগে এক বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র ইলেকট্রিশিয়ান আলী হোসেন এবং আব্দুল মান্নানের সার্বিক ব্যবস্থাপনায় মধুটিলা ইকোপার্কের দ্বিতীয় গেইট চত্বর মঞ্চে আনন্দ ভ্রমণে এক বিনোদনমুলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের দুর-দুরান্ত থেকে আগত হাজার-হাজার নারী-পুরুষ ও শিশু দর্শনার্থীরা ভীড় জমান।