শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১১ অক্টোবর) রাত ১০ টার দিকে পৌরসভার জালালপুর এলাকাস্থ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বাসভবনে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, কার্যনির্বাহী পরিষদের সদস্য সীমানুর রহমান সুখনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর প্রমুখ।