শেরপুরের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সদস্য মোঃ মতিউর রহমান মতিন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর ঈদগাহ মাঠে শ্রমিক নেতা মোঃ মজিবুর রহমানের সন্তান মতিউর রহমান মতিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলেন, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মতিনের আত্মীয়-স্বজনসসহ বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলার সাংবাদিকসহ হাজারও সাধারণ মানুষ।