শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে হারের পর বিদেশ ভ্রমণে গেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দেশ ছেড়েছেন ম্যাচ শেষ হওয়ার পর সেদিন রাতেই।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপৃুর গেছেন সাকিব, সপরিবারে দুবাই ঘুরতে গেছেন তামিম। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রোববার। আজ যুক্তরাষ্ট্রের পথে বিমানে চড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
প্রথমে শোনা গিয়েছিল সিঙ্গাপুরে রুটিন চেকআপ করিয়ে দেশে না ফিরে সরাসরি যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দেবেন। তবে পরে জানা গেলো, সাকিব দেশে ফিরে জাতীয় দলের বহরের সঙ্গেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবেন।
যেই কথা সেই কাজ। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবারই (৩১ মে) দেশে ফিরে আসছেন সাকিব। দুপুরেই রাজধানীতে পা রাখার কথা সাকিবের। আর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দুবাই থেকে সপরিবারে ঢাকায় পৌঁছাবেন রাত ৯টায়।
উল্লেখ্য, জাতীয় দলের প্রথম বহর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা শুরু করবে আগামী ৩ জুন শুক্রবার।