পবিত্র মক্কা নগরীতে শেরপুরের হাজীদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র মক্কা নগরীতে হজ্বব্রত পালন শেষে দোয়া মাহফিলের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয় বলে শেরপুর টাইমসকে এক মেইল বার্তায় জানানো হয়েছে।
মেইল বার্তায় জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় এ বছরে শেরপুর থেকে পবিত্র মক্কায় হজ্বব্রত পালন শেষে শেরপুরের হাজীদের একাংশ দোয়া মাহফিলের আয়োজন করে ।
এসময় শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও শেরপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকন, শেরপুর চেম্বার অব কর্মাসের পরিচালক ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস সহ অন্যান্য হাজীগন।