শেরপুরের ঝিনাইগাতীতে বাজার মনিটরিংয়ের সময় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার সদর ও তিনানী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট-বাজারে মনিটরিং করা হচ্ছে। তার ধারাবাহিকতায় উপজেলার সদর ও তিনানী বাজারে মনিটরিং করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় দোকানে কৃত্রিম সংকট তৈরি, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, খাদ্যের দোকানে অপরিষ্কার থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১২ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে। অভিযানে ঝিনাইগাতী থানার পুলিশ সদস্য ও উপজেলার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।