শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তথ্য চাইতে যাওয়া এক সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
শনিবার (১০ মার্চ) সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
কারাগারে যাওয়া ওই সাংবাদিকের নাম শফিউজ্জামান রানা। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় আছেন।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এ ঘটনাকে ‘স্বাধীন গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ’ উল্লেখ করে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। এবং সেই ইউএনও-এসিল্যান্ডকে অব্যবহিত, বিভাগীয় মামলার জন্যও সুপারিশ করে সংস্থাটি। একই সঙ্গে তারা সাংবাদিক শফিউজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন।
সরকারি কাজে বাধা, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও অসদাচরণের কথিত অভিযোগ তুলে গত মঙ্গলবার নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।