ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন শেরপুরের তরুন উদ্ভাবক বিজ্ঞানী আনোয়ার শাহাদৎ । তিনি দেশব্যাপী শুরু হওয়া দেশের সর্বপ্রথম রিয়্যালিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’ প্রায় ১৫০০ উদ্ভাবনকে পিছনে ফেলে সেরা দশে স্থান করে নিয়েছেন।
এবার শুরু হয়েছে এস এম এস পর্ব । তাই শেরপুরের এই তরুন উদ্ভাবককে বিজয়ী বেশে দেখতে চাইলে করতে হবে এস এম এস । একটি মোবাইল থেকে এবার এস এম এস করা যাবে ।
যেভাবে করবেন এস এম এস : প্রথমে আপনার মোবাইলের মেসেজ আপসনে গিয়ে ছোটহাতের ok sahadat. লিখে পাঠিয়ে দিন 16345. নাম্বারে। প্রকল্প : ব্যাটরী ছাড়া ২২০v সোলার।
আমাদের দেশেই রয়েছে অনেক উদ্ভাবক, যাদের উদ্ভাবনী আইডিয়ায় পাল্টে যেতে পারে আমাদের দেশের ভবিষ্যৎ। এ সব উদ্ভাবকদের নতুন নতুন উদ্ভাবন নিয়েই শুরু হয়েছে দেশের সর্বপ্রথম রিয়্যালিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’।
অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি সোমবার ও মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন-এ রাত ৯টা ৩০ মিনিটে, চ্যানেল আই-তে বিকাল ৫টা ৩০ মিনিটে, নিউজ টোয়েন্টিফোর-এ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং রাত ৯টা ৩০ মিনিটে।