নিজ পায়ে দাঁড়াতে পারলেও, হাঁটতে হয় অন্যের সহায়তায়। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না। তবুও ভোট দিতে এলেন শতবর্ষী মোমেনা বেগম।
রবিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে আটটায় নালিতাবাড়ী উপজেলার বাগবেড় ইউনিয়নের গোবিন্দনগর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বয়জ্যেষ্ঠ এ ভোটার। ভোট দিয়ে বের হয়ে তৃপ্তির হাসি হাসেন মোমেনা বেগম।
শীতের সকালে এত কষ্ট করে কেন ভোট দিতে এসেছেন এমন প্রশ্নে ফিসফিস করে বলেন, অনেকদিন পরে ভোট হচ্ছে আর কখন মারা যাবো তা তো বলা যায় না। তাই ভোট দিয়ে গেলাম।
এবারের নির্বাচনে নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে দুইটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১৯ টি ইউনিয়নে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নকলা উপজেলায় ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৮৬ জন সাধারণ সদস্য প্রার্থী ও ৮৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ জন ।
অন্যদিকে নালিতাবাড়ী উপজেলায় ৪১ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৭০ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন ।
জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার বলেন, নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।