বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস সামনে রেখে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।
সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনভারমেন্ট সাবমিট ২০২১-এ অংশ নিয়ে দিয়ে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়লেও বাড়তে পারে। কিন্তু রমজান সামনে রেখে তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই।
কিছু দিন আগে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্যতেল বিপণনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ভোজ্যতেল কোম্পানিগুলোর এক বৈঠকে এখনই দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়।
দাম বাড়ানোর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) নতুন দাম আমদানি মূল্যের অনুপাতে যৌক্তিক কি-না, তা বিশ্লেষণ করবে। তারপর দাম বাড়ানোর সিদ্ধান্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা।