শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীর ভেঙে ইজারা বহির্ভুত এলাকা থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও, চারআলী ও হাতিপাগার এলাকায় রাতব্যাপী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের মতিউর রহমান মুকুলের ছেলে আবু সুফিয়ান, নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও চারআলী গ্রামের রুহুল আমিনের ছেলে রতন মিয়া, হাতিপাগার গ্রামের ইসমাইল হোসেনের দুই ছেলে আব্দুল মালেক ও মতিউর রহমান এবং কালাকুমা গুচ্ছ গ্রামের বাসিন্দা রহমত আলীর ছেলে হারুন মিয়া।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গত দুই মাস আগে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ভোগাই নদীর তীর ভেঙে পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার বাদী হয়ে শেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার নামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান।