ভুল প্রেমে কেটে গেছে শাকিরার জীবনের ৪৫টি বসন্ত। বার্সা তারকা জেরার্ড পিকের সঙ্গে ঘর বাঁধলেও মন বাঁধতে আর পারলেন কই। সেই তো এক যুগ পর আলাদাই থাকতে হচ্ছে দুজনকে। তাকে রেখে নতুন বান্ধবীকে নিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন পিকে।
এদিকে হৃদয় ভাঙার কষ্টে বিচ্ছেদের গান বাঁধছেন পপ তারকা। অনেক তো হলো, আর কত। দুঃখ ভুলে নতুন করে বাঁচার কারণ খুঁজে পেয়েছেন শাকিরা, যে তাকে হাসাতে জানে। শাকিরাকে নিয়ে এমন খবরই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা জিমি বাটলারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাকিরা। সম্প্রতি প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। শাকিরার হাসির কারণ হচ্ছেন জিমি। তবে দুজনের মধ্যে বয়সের ব্যবধানটা প্রায় ১৩ বছর। যদিও এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না শাকিরা। ৪৬ বছর বয়সে মজেছেন ৩৩ বছর বয়সি জিমির প্রেমে।