ভাড়ার তালিকা না রাখায় রাজধানীর কল্যাণপুর ও গাবতলীর আটটি পরিবহনের ছয়টি কাউন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরের এই অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে কল্যাণপুরে শ্যামলী, হানিফ, মানিক, নাবিল, চাঁপাই ও গ্রামীণ পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে গাবতলীতে ঈগল ও সোহাগ পরিবহনকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।