ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে চেক জালিয়াতির মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ রায় দেন। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের আদালতে মামলাটি করেন ছাত্রলীগ সভাপতির বন্ধু কামরুল ইসলাম চাঁন মিয়া।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আদালতে হাজির হয়ে জামিন নেন।
মামলার বরাত দিয়ে ওই আইনজীবী আরও জানান, বন্ধুত্বের সম্পর্কের সূত্রে কামরুল ইসলাম ২৪ লাখ টাকা ধার দিয়েছিলেন মনিরুজ্জামান মামুনকে। তারমধ্যে ৬ লাখ টাকা অস্বীকার করে ভুক্তভোগিকে ১৮ লাখ টাকার চেক প্রদান করেন। অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে ভুক্তভোগি কামরুল ইসলাম আদালতে চেক জালিয়াতির মামলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ওই মামলার রায়ে ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল প্রদান করেন আদালত।