ময়মনসিংহের ভালুকা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপপরিদর্শক মোস্তফা রুবেল।
প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, পরিদর্শক (অপারেশন) আবু বকর ছিদ্দিক, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান বাচ্চু, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী,বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান রব্বানী, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, ভালুকা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় নন্দী মানিক, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দেব।
মতবিনিময় সভায় বিভিন্ন পূজামণ্ডবের সভাপতি সাধারণ সম্পাদক তাদের সমস্যা তুলে বক্তব্য দেন।