নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তারই ধারাবাহিকতায় এবার তিনি অংশ নিচ্ছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ঠিকানা বত্রিশ নাম্বার’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। আর আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এর শুটিং।
ভাবনা বলেন, ‘বারাবরের মতো এবারও নতুন কিছু নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। এতে নতুন কিছু দেখতে পাবেন দর্শক। এ নিয়ে এখন কিছুই বলতে চাই না।’
এদিকে, সম্প্রতি ভাবনা শেষ করেছেন ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির কাজ। এটি তার অভিনীত দ্বিতীয় ছবি। এর আগে, তিনি অভিনয় করেন ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে।
নতুন ছবি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেসবে কাজ করা হয়নি। এই ছবিতে কাজ করার কারণ হলো এর গল্প ও নির্মাতা। দুটোই মনের মতো হওয়ায়, এতে কাজ করলাম। আশা করি, ছবির গল্পটি সবার ভালো লাগবে।’