জমে উঠেছে ১৩ জানুয়ারী অনুষ্ঠিতব্য শেরপুর সদরের ভাতশালা ইউপির চেয়ারম্যান পদে উপ নির্বাচন। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বর্তমানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। আর এতে করে প্রার্থী ও তাদের সমর্থকরা নাওয়া-খাওয়া ভূলে মধ্যরাত অবধি প্রচারণা চালাচ্ছেন ভোটারদের অনুকল্য পেতে। আদাজল খেয়ে স্ব স্ব প্রার্থীর সর্মথকরা ভোট প্রার্থনা করছেন ইউনিয়নের প্রতিটি গ্রাম-গঞ্জ, মেঠোপথ আর গ্রামীণ হাট-বাজারে।
এ ইউনিয়নের হাট-বাজার গ্রাম গঞ্জে বিভিন্ন প্রার্থীর প্রচারের মাইকিংয়ে কান ঝালাপালা হয়ে যাচ্ছে সাধারণ ভোটারদের। তবে ভোটাররা খুব সতর্কতার সঙ্গে সাবেক, বর্তমান এবং ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের আচরণ ও তাদের কর্মকাণ্ড পর্যালোচনা করছেন। তবে এবার আলোচনার ঝড় তুলেছেন একমাত্র মহিলা প্রার্থী ও সরকারদলীয় প্রার্থী নাজমুন নাহার । বিগত কয়েকটি নির্বাচনে দলীয় প্রতিক না পেলেও এবার লড়ছেন দলীয় প্রতিক নৌকা নিয়ে । তাই তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
নাজমুন নাহারের পৈতৃক বাড়ি এ ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামে। বাংলায় স্নাতকোত্তর নাজমুন নাহার ছাত্রজীবনে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। পিতা মরহুম শরাফত আলী ছিলেন ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঐ ইউনিয়নে ৩ দফা নির্বাচিত চেয়ারম্যান ।
মঙ্গলবার দুপুরে মধ্যবয়ড়া গ্রামে গিয়ে দেখা যায়, নাজমুন নাহার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এই সময় তিনি বলেন, নির্বাচিত হলে তার প্রধান কাজ হবে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন করা। সমাজে অবহেলিত নারীদের স্বাবলম্বী করে তোলা, বাল্য বিবাহ রোধ করা,নারীর অধিকার আদায়, নিরক্ষরতা দূরীকরণ, স্যানিটেশনব্যবস্থা নিশ্চিতকরণ, মাদকের সর্বনাশা ছোবল থেকে ইউনিয়নবাসীকে রক্ষা করা। সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করা।
উল্লেখ্য যে, ভাতশালা ইউপিতে নাজমুন নাহার ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী ও ওই ইউনিয়নের আওয়ামীলীগের বর্তমান সভাপতি মাওলানা মো: সুরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ,আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন মাস্টারের পুত্র ব্যবসায়ী খলিলুর রহমান চশমা প্রতিক নিয়ে এবং কয়েক দফার সাবেক মেম্বার আফছর আলী আনারস প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করছেন।
এই ইউনিয়নের ১১ হাজার ৭শ ৫৯ জন পুরুষ ভোটার ও ১২ হাজার ২৭ জন মহিলা ভোটার মোট ২৩ হাজার ৭শ ৮৬ জন ভোটার ১০ টি ভোটকেন্দ্রের ৬২ টি ভোট কক্ষের মাধ্যমে আগামী ১৩ জানুয়ারী সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।