“ভাই, আপনাদের কি সংসার নাই? সারা দিন খালি খবর আর খবর। শেরপুরের সব খবরই আপনাদের এখানে। খুব ভালো লাগে।” ঠিক এরকমভাবেই শেরপুর টাইমস ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে নিজের প্রতিক্রিয়া ও ঈদ শুভেচ্ছা জানাচ্ছিলেন প্রবাসী সাইফুল ইসলাম।
এর আগে তিনি লিখেন, “ঈদ মোবারক ভাইয়া। শেরপুর টাইমসের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের প্রতি আমরা প্রবাসীরা কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমেই প্রবাসে বসে শেরপুরের সব খবর পাই। এগিয়ে যান।” এই মেসেজের উত্তরে শেরপুর টাইমস ডেস্ক থেকে সাইফুল ইসলামকে লিখা হয়, “ধন্যবাদ আপনাকেও। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। ভালোবাসা চাই, আপনাদের নিয়েই এগিয়ে যাবো। সাথে থাকুন শেরপুর টাইমস ডট কমের।”
এরপর তিনি আবারো মেসেজে লিখেন, “হু তাইতো দেখি, ঈদের দিনেও আপনাদের নিউজে ভরপুর, শেরপুর টাইমস। এগিয়ে যান ভাই। ভালোবাসা থাকবে।”
এরকম হাজারো পাঠকের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হয় শেরপুর টাইমস ডট কম পরিবার। শুধু প্রবাসী সাইফুল ইসলামই নন, এবার ঈদে অনেকেই ভালোবাসা জানিয়েছেন শেরপুর টাইমস পরিবারকে। এদিকে ঈদের আগের চাঁদ রাত থেকে পরবর্তী ৩দিন শেরপুর টাইমস তার পাঠকদের জন্য ঈদের বিশেষ আয়োজন প্রকাশ করেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর টাইমসের বিশেষ প্রিন্ট সংখ্যার পাশাপাশি ৩দিনের বিশেষ আয়োজন ছিল পাঠকদের জন্য। শেরপুর টাইমস ডট কমের পাঠকদের জন্য পবিত্র ঈদুল ফিতরের বিশেষ আয়োজনের সব খবর একত্রে পাবেন এখানে-
* দায়িত্বের মাঝেই যাদের ঈদ আনন্দ
* ঈদে পর্যটকের পদভারে মুখরিত গজনী অবকাশ
* শেরপুরে প্রধান জামাতের জন্য প্রস্তুত পৌর ঈদগাহ মাঠ
*শেরপুরে ঈদের ছবি। প্রস্তুত সিনেমাহল
*এবার ঈদে ভালো সময় যাচ্ছে না মুচিদের
*ঈদে প্রস্তুত শেরপুরের পর্যটন কেন্দ্রগুলো
*সব বয়সীদের পদচারণায় মুখর শেরপুরের ডিসি উদ্যান
*অতিরিক্ত ভাড়ায় আজও বাড়ি ফিরছেন মানুষ
*শেরপুরে ঈদের ছবি দেখতে সিনেমাহলে উপচে পড়া ভীড়
*শেরপুরে ঈদে শিশু পার্কেই ভরসা শিশুদের
*ঈদে মুখরিত শেরপুর-জামালপুর সেতু
*সীমান্তবাসীদের আয়ের উৎস রাবার বাগান
* ঈদের তৃতীয় দিনেও গজনী অবকাশে পর্যটকের উপচে পড়া ভিড়
*শেরপুরে এলপি গ্যাসেই চলছে সিএনজি টেক্সী