গাজায় স্থল অভিযান চালালে ইসরায়েলকে ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে বলে মনে করেন সিআইএ-এর সাবেক পরিচালক ডেভিড পেট্রাউস। তার মতে— ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায়, তবে তারা রক্তক্ষয়ী শহুরে লড়াইয়ের মুখোমুখি হবে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল আক্রমণ বছরের পর বছর ধরে চলবে।
পেট্রাউস শুধু মার্কিন গোয়েন্দা বিভাগেই ছিলেন না, তিনি ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল হিসেবেও কাজ করেছেন।
পলিটিকোর পাওয়ার প্লে পডকাস্টের সঙ্গে কথা বলার সময়, ‘পেট্রাউস বলেছেন যে ১৯৯৩ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে তিনটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ভূ-পাতিত হওয়ার পরে মার্কিন বাহিনী ভয়াবহ লড়াইয়ের মুখোমুখি হয়েছিল।
তার মতে— ইসরায়েলি সেনাবাহিনীও গাজায় একই ধরনের রক্তক্ষয়ী লড়াইয়ের মুখোমুখি হবে। ইসরায়েলের এ স্থল আক্রমনও মোগাদিশুর মতো রক্তক্ষয়ী শহুরে লড়াইয়ে পরিণত হবে।
পেত্রাউস বলছেন, মার্কিন বাহিনীর হয়ে তার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য সতর্কবার্তাই দেয়। তিনি বলেন, ‘উগ্রবাদ দমনের লড়াইয়ে আপনি এক বা দুই বছরে জয়ী হবেন না। এতে সাধারণত এক দশক বা তার চেয়ে বেশি সময় লাগে, যেমনটি আমরা ইরাকে দেখেছি, যেমনটি আমরা আফগানিস্তানে দেখেছি।’
যুক্তরাষ্ট্রের সাবেক এই সেনাবাহিনী প্রধান মনে করেন, ইসরায়েল যদি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে চায়, তাহলে ইসরায়েলকে ভিন্ন পরিকল্পনা করতে হবে।
তিনি বলেন, ফিলিস্তিনি সংগঠন হামাস যেভাবে ইসরায়েলে ভয়ঙ্কর সামরিক অভিযান চালিয়েছিল- তার ধারাবাহিকতা ধরে রাখলে ইসরায়েলিরা ভয়ানক লড়াইয়ের মুখে পড়বে। সেখানে হামাসের আত্মঘাতী বোমারুরা হামলা করবে এবং মারাত্মক বিস্ফোরক ব্যবহার করা হবে।
পেট্রাউস আরও বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান চালালে তারা হঠাৎ আক্রমণ, বিভিন্ন ধরনের ফাঁদ ও চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
সূত্র : আল-জাজিরা, পলিটিকো