শেরপুরের নকলায় মঙ্গলবার সন্ধায় বিদ্যুতায়িত হয়ে বাদাগৈড় খৈইড়াপাড়া গ্রামে সাকিবুল হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাটপাগলা গ্রামের মন্টু মিয়ার ছেলে এবং নকলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির শিক্ষার্থী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধায় নানা বাড়ি থেকে বাদাগৈড় ভাড়া বাসায় ফেরার পথে মাঠে বৈদ্যুতিক খুটির সাথে থাকা জিআই তারের সাথে বড় ভাই অনিত (১০) বিদ্যুতায়িত হয়ে পড়লে ছোট ভাই সাকিবুল তাকে টান দিয়ে ছাড়ানোর সময় বড় ভাই ছিটকে পড়লেও ছোট ভাই তারে জড়িয়ে পড়ে গুরুত্ব আহত হয়। এলাকাবাসী তাদের উদ্বার করে নকলা হাসপাতালে নিয়ে আসলে ছোট ভাই সাকিবুলকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। বড় ভাইকে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।