শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্লাড ব্যাংক অফ নকলা’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
বুধবার দিনব্যাপী ঝুমুর সিনেমা হল মোড়ে দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করাসহ রক্তদানে আগ্রহীদের তথ্য সংগ্রহ করা হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্বে ছিলেন রাকিবুল হাসান রাজু ও মেডিক্যাল টেকনোলজিস্ট আয়শা আলম জুঁই।
এসময় ব্লাড ব্যাংক অফ নকলা ও স্বাধীন ফাউন্ডেশনের রাজিব হাসান, আরিফুর রহমান, আবদুল্লাহ আল আমিন, জুয়েল রানা, মোস্তফা শাকুর পাভেল, মুমিনুল হক সুমন, মুকিব হাসান মামুন, আরিফ জামান, শামীম আহমেদ, কৃষ্ণ প্রসাদ কালোয়ার, আতিকুর রহমান মাসুম, আশিকুর রহমান প্রিন্স, মাহমুদুল হাসান জিহান, এ এস এম সিফাত, রাকিবুল হাসান নাঈম, রাকিবুর রহমান রাকিব, নাসিম হক, মিনহাজ আল আবেদীন, আরিফ হাসান জয়, সাব্বির আলম প্রান্ত, কামরুল হাসান, তৌফিকুর রহমান তুহিন, রাজিব, লিমন, লোকমান, জান্নাত লিওন ও সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।