শেরপুরের ব্র্যান্ডিং হচ্ছে তুলসীমালা সুগন্ধী চাল আর শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েস। দেশ-বিদেশে বাংলাদেশের ভৌগেলিক নির্দেশক পণ্যের (জিআই) প্রচার ও প্রসারের জন্য জেলাভিত্তিক তালিকা তৈরি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, খামারবাড়ীর উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, অ্যাড. রফিকুল ইসলাম আধার, চেম্বারের সহ-সভাপতি আলহাজ হায়দর আলী প্রমুখ বক্তব্য রাখেন।