বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক ড. তমাল লতা আদ্রিতা শনিবার শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় ড্রাম সিডারের মাধ্যমে রোপনকৃত ব্রিধান ৮২ জাতের মাঠ পরিদর্শন করেছেন।
এসময় তার সাথে, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ব্রি’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা উদ্ভিদ সংরন কর্মকর্তা আতিকুর রহমানসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবছর নকলা উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আউশের আবাদ করা হয়ে। যা গত বছরের তুলনায় অনেক বেশী। আউশ আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ, প্রশিণ ও প্রনোদনা দেওয়া হচ্ছে। এবছর ব্রিধান-৪৮, বিনাধান-১৯, বিআর-২৬, নেরিকা মিউট্যান্ট জাতের ধানসহ নতুন উদ্ভাবিত ব্রিধান-৮২ জাত ১৫ একর জমিতে ড্রাম সিডারের মাধ্যমে চাষ করা হয়েছে।